নিউজ ডেস্ক || মঙ্গলবার আগরতলার কামান চৌমুহনীতে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকার ত্রিপুরার রাজবংশ এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে যথাযোগ্য মর্যাদা দিতে ব্যর্থ হয়েছিল এবং তাঁকে রাজ্যবাসীর কাছে অপাংক্তেয় করে রাখা হয়েছিল। তিনি আরও জানান, ২০১৮ সালে ত্রিপুরায় নতুন সরকার গঠনের পর থেকে রাজবংশ এবং মহারাজার প্রতি যথাযথ সম্মান প্রদান করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী ডঃ সাহা মহারাজা বীর বিক্রমের অবদানের কথা তুলে ধরে বলেন, “ত্রিপুরাকে আধুনিক রূপ দিতে মহারাজা ১৯৪২ সালে আগরতলায় বিমানবন্দর স্থাপন করেন। এছাড়াও, শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে তিনি এমবিবি কলেজ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন।” তিনি আরও উল্লেখ করেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে দাঙ্গার সময় শরণার্থীদের ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে ত্রিপুরার মাটিতে আশ্রয় দিয়েছিলেন মহারাজা। তবে, আজও অনেকে এই মানবিক কাজ নিয়ে সমালোচনা করেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
কামান চৌমুহনির জিরো পয়েন্টে মহারাজার মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে মহারাজার কীর্তি সম্পর্কে জানার আহ্বান জানান। তিনি বলেন, “মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের অবদান গোটা রাজ্যবাসীর জানা উচিত।” এই অনুষ্ঠানে মহারাজার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে ত্রিপুরার ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রকাশ করা হয়।