নিউজ ডেস্ক || ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি ছয়টি ক্যাটাগরিতে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয়গণ চৌধুরী জানান, নতুন ফি কাঠামো আগামীকাল, ১০ অক্টোবর থেকে কার্যকর হবে।
ডঃ চৌধুরী জানান, মাধ্যমিক স্তরে পূর্বে পাঁচটি বিষয়ের পরীক্ষার ফি ছিল ১৩০ টাকা এবং ভোকেশনাল ফি ৭৫ টাকা, মোট ২০৫ টাকা। নতুন নিয়মে পরীক্ষার ফি বেড়ে ৩০০ টাকা এবং ভোকেশনাল ফি অপরিবর্তিত থাকায় মোট ফি এখন ৩৭৫ টাকা। উচ্চমাধ্যমিক স্তরে পূর্বের ফি ছিল ১৬০ টাকা (পরীক্ষার ফি) এবং ৭৫ টাকা (প্র্যাকটিক্যাল ফি), মোট ২৩৫ টাকা। এখন পরীক্ষার ফি ৪০০ টাকা এবং প্রতিটি প্র্যাকটিক্যাল বিষয়ের জন্য ৭৫ টাকা করে দিতে হবে।
এছাড়া, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন ফি ১১০ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করা হয়েছে। ফি বৃদ্ধির ছয়টি ক্যাটাগরি হলো—আবেদনপত্র ফি, রেজিস্ট্রেশন ফি, প্র্যাকটিক্যাল ফি, সেন্টার ফি, রিভিউ ফি এবং পরীক্ষার ফি। ডঃ চৌধুরী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা ১৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এবং ফর্ম বিতরণ ৬ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হবে। পর্ষদ সচিব দুলাল দে জানান, অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরার পরীক্ষার ফি এখনও অনেক কম।