আগরতলার পূর্ব চানমারি এলাকায় নির্মীয়মান একটি আবাসনের অরক্ষিত চৌবাচ্চায় পড়ে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে কৃষ্ণ দেবনাথের ছেলে প্রসেনজিৎ দেবনাথ এবং মেয়ে প্রিয়াঙ্কা দেবনাথ। এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
সোমবার জিরানিয়ায় কৃষ্ণ দেবনাথের বাড়িতে গিয়ে সদ্য দুই সন্তানহারা মা-বাবার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এ সময় তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবারের হাতে ৮ লক্ষ টাকার একটি চেক তুলে দেন। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে এই পরিবারের প্রতি আরও সাহায্যের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, “এই দুঃখের মুহূর্তে রাজ্য সরকার পরিবারের পাশে রয়েছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনার বিস্তারিত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।


