নিউজ ডেস্ক || খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি আর.ডি. ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়া এস.বি. স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ বেনিফিট স্যাচুরেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মসূচি “ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান”-এর অধীনে আয়োজিত এই শিবিরে জনজাতি সম্প্রদায়ের মানুষের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন প্রয়োজনীয় নথি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক শ্রী রজত পন্থ, তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার, জেলা ও মহকুমা প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
দীর্ঘদিন ধরে কাকড়াছড়া ও আশেপাশের জনজাতি পরিবারগুলি, বিশেষ করে ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্ম, উপযুক্ত পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই শিবিরের মাধ্যমে সেই সমস্যার সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শিবিরে অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পেরেছেন, যা ভবিষ্যতে সরকারি প্রকল্প ও স্কিমের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর ভাষণে বলেন, “কাকড়াছড়া ত্রিপুরার পিছিয়ে পড়া জনজাতি এলাকাগুলির মধ্যে অন্যতম। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে কাগজপত্রের অভাবে সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এই শিবিরের মাধ্যমে অনেকেই তাদের প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছেন, যা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”
শিবিরে স্থানীয় জনজাতি সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও কৃতজ্ঞতার আবহ লক্ষ্য করা গেছে। প্রশাসনের সক্রিয় উপস্থিতি এবং সরকারি সেবার সহজলভ্যতা গ্রামবাসীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এই উদ্যোগ জনজাতি সম্প্রদায়ের কল্যাণে রাজ্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।