নিজস্ব প্রতিনিধি || বিশালগড়ের ধ্বজনগর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার সকালে শাসকদলের প্রভাবশালী নেতা অভিলাশ সিনহা ও তার বড় ভাই অবিশেষ সিনহা স্থানীয় এক মহিলার জমি জোর করে দখলের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা ওই মহিলার গায়ে হাত তোলেন, যা গ্রামবাসীদের ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা দুই ভাইকে ঘেরাও করে ধরে ফেলে। ছিনতাইয়ের অভিযোগ তুলে তাদের বেঁধে রাখা হয় এবং শেষমেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিশালগড় থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, অভিলাশ ও অবিশেষ দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখিয়ে বেড়াচ্ছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দাবি তুলেছেন, এমন দুষ্কর্মে জড়িত যেই হোক না কেন, তাদের কড়া শাস্তি হোক। এই ঘটনা এলাকায় শাসকদলের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।


