নিউজ ডেস্ক || ২০২৬ সালের পবিত্র হজ যাত্রার জন্য আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম এক সংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ইচ্ছুক হজযাত্রীরা আগামী ৭ জুলাই থেকে ৩১ জুলাই রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য হজ কমিটির অফিসিয়াল পোর্টাল https://hajcommittee.gov.in অথবা “HAJ SUVIDHA” মোবাইল অ্যাপ ব্যবহার করা যাবে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই উপলব্ধ।
শাহ আলম আরও জানান, আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত নির্দেশিকা ও অঙ্গীকারপত্র ভালোভাবে পড়ে আবেদনপত্র পূরণ করতে হবে। হজ যাত্রার জন্য আন্তর্জাতিক ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। তিনি আবেদনকারীদের মানসিক ও শারীরিক প্রস্তুতি যাচাই করে আবেদন করার পরামর্শ দিয়েছেন।
তাঁর মতে, এই উদ্যোগ ভারতের হাজার হাজার মুসলমানের জন্য হজ পালনের একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে। সরকারের সহায়তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রা অনেকটাই সহজতর হয়েছে বলে মনে করছেন অনেক ইচ্ছুক হজযাত্রী।
হজ কমিটি আবেদনকারীদের সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন করতে এবং সময়মতো আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে।