পবিত্র হজের পথে নতুন সুযোগ, সহজ হলো আবেদন প্রক্রিয়া

1 Min Read
নিউজ ডেস্ক || ২০২৬ সালের পবিত্র হজ যাত্রার জন্য আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম এক সংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ইচ্ছুক হজযাত্রীরা আগামী ৭ জুলাই থেকে ৩১ জুলাই রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য হজ কমিটির অফিসিয়াল পোর্টাল https://hajcommittee.gov.in অথবা “HAJ SUVIDHA” মোবাইল অ্যাপ ব্যবহার করা যাবে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই উপলব্ধ।
শাহ আলম আরও জানান, আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত নির্দেশিকা ও অঙ্গীকারপত্র ভালোভাবে পড়ে আবেদনপত্র পূরণ করতে হবে। হজ যাত্রার জন্য আন্তর্জাতিক ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। তিনি আবেদনকারীদের মানসিক ও শারীরিক প্রস্তুতি যাচাই করে আবেদন করার পরামর্শ দিয়েছেন।
তাঁর মতে, এই উদ্যোগ ভারতের হাজার হাজার মুসলমানের জন্য হজ পালনের একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে। সরকারের সহায়তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রা অনেকটাই সহজতর হয়েছে বলে মনে করছেন অনেক ইচ্ছুক হজযাত্রী।
হজ কমিটি আবেদনকারীদের সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন করতে এবং সময়মতো আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version