নিজস্ব প্রতিনিধি || রবিবার দুপুরে বিশালগড় মহকুমার অন্তর্গত মধ্য লক্ষীবিল এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। স্ত্রীর মানসিক ও শারীরিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ কর আত্মহত্যার পথ বেছে নেন। তবে স্থানীয়দের সতর্কতায় সময়মতো উদ্ধার হয়ে তাঁর জীবন বেঁচে যায়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
সূত্রের কথা জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রদীপ কর ও তাঁর স্ত্রীর মধ্যে তীব্র পারিবারিক বিবাদ চলছিল। এই কলহের জেরে প্রদীপ মানসিক অবসাদে ভুগছিলেন। রবিবার দুপুরে অবশেষে তিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন। হঠাৎ প্রতিবেশীরা তাঁকে অচেতন অবস্থায় দেখে চিৎকার শুরু করেন এবং তাৎক্ষণিক বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন।
দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় থাকা প্রদীপকে উদ্ধার করে তারা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের সময়োপযোগী চিকিৎসায় বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, প্রদীপ দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে কাতর ছিলেন। এদিকে, বিশালগড় থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্ত্রীর ভূমিকা নিয়ে খোঁজখবর চলছে এবং প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা অব্যাহত।


