নিউজ ডেস্ক || গত আগস্ট ২০২৪-এর ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্য প্রশাসন। বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদার করতে আগরতলায় আগামী বুধবার (৯ জুলাই) একটি বড় মাপের মহড়া অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাঃ বিশাল কুমার মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
আগরতলার মোট ১২টি স্থানে এই মহড়া অনুষ্ঠিত হবে, যার মধ্যে ছয়টি স্থানে বিশেষভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলার মহড়া হবে। মহড়ার মূল কর্মসূচি রাজধানীর উমাকান্ত ময়দানে সকাল ৭:৩০ মিনিট থেকে শুরু হবে। এই মহড়া ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) সরাসরি সহযোগিতায় পরিচালিত হবে।
এই মহড়ায় অংশ নেবে ত্রিপুরা রাজ্য পুলিশ, অগ্নিনির্বাপক দপ্তর, প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর, পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি ও দক্ষতা যাচাই করা হবে।
ডাঃ বিশাল কুমার জানিয়েছেন, এই মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে, যাতে ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। ত্রিপুরাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছে রাজ্য প্রশাসন।


