নিউজ ডেস্ক || আগরতলা পুর নিগমের অধীন আট নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ১৬, ২০ এবং ৩২ নম্বর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার সরজমিনে পরিদর্শনকালে তিনি স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন, স্মার্ট সিটি প্রকল্পের একাধিক কাজে নানা জটিলতা দেখা দিচ্ছে। এ বিষয়ে তিনি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পুর নিগমের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বর্ষা শুরুর আগেই স্মার্ট সিটির কাজ সম্পন্ন করার জন্য তিনি কঠোর নির্দেশ দেন। বিশেষ করে কভার ড্রেনের কাজ দ্রুত শেষ করার উপর জোর দেন তিনি।
এছাড়াও, মুখ্যমন্ত্রী শান্তিপাড়ার একটি পুরনো পুকুর সংস্কারের নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে। পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার বিশাল কুমারসহ একাধিক আধিকারিক ও কর্মী।
মুখ্যমন্ত্রীর এই সক্রিয় তদারকি ও নির্দেশনায় আগরতলার উন্নয়ন কাজ আরও গতি পাবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।