নিউজ ডেস্ক || ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) সদর কার্যালয় খুমুলুঙে শনিবার সমাপ্ত হলো জনজাতি আইকন বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের জনজাতি উন্নয়নের ভবিষ্যৎ দিকনির্দেশ করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
এই কর্মসূচি ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে ২০২৪ সালের ১৫ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পালিত হয়েছে। বিহারের জামুইতে এর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপিত হয়েছে এই কর্মসূচি।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জনজাতি ছাত্রাবাসের ছাত্র-ছাত্রীদের মাথাপিছু দৈনিক বরাদ্দ ৮০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হবে। অভয়নগরে নির্মিত হবে ১০০ শয্যাবিশিষ্ট জনজাতি হোস্টেল। জনজাতি যুবকদের জন্য প্রদান করা হবে ৫০০টি বৈদ্যুতিক অটো। “জনজাতিদের উন্নয়নে কোনো আপোষ হবে না। জনজাতি উন্নয়নে বিশেষ পদক্ষেপের স্বীকৃতি হিসেবে তিন-তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে ত্রিপুরা,” বলেন ডা. সাহা।
এই ঘোষণাগুলি জনজাতি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। টিটিএএডিসি’র মাধ্যমে এই সিদ্ধান্তগুলি দ্রুত কার্যকর করা হবে।
বিরসা মুন্ডার প্রতি এই বছরব্যাপী শ্রদ্ধাঞ্জলি জনজাতি ঐতিহ্যের প্রতি ভারতের প্রতিশ্রুতি তুলে ধরেছে। নতুন প্রকল্পগুলির মাধ্যমে ত্রিপুরা জনজাতি উন্নয়নে নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে, যা অন্য রাজ্যগুলির জন্যও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।


