নিজস্ব প্রতিনিধি || বিশালগড় কংগ্রেস অফিসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ও আইনজীবী নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি বিশালগড় থানায় গিয়ে এই ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তারা এই অগ্নিসংযোগকে পরিকল্পিত চক্রান্ত হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান। নিগমানন্দ গোস্বামী বলেন, “এই ধরনের ভয়ভীতির রাজনীতি কংগ্রেসকে থামাতে পারবে না। আমরা সংগঠনকে আরও শক্তিশালী করে জনগণের পাশে থাকার অঙ্গীকার করছি। ভয় দেখিয়ে কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না। সংগঠন আরও শক্তিশালী হবে। আগুন দিয়ে আদর্শ পুড়িয়ে ফেলা যায় না, কংগ্রেস আরও শক্তি নিয়ে ফিরবে।”
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের লিগ্যাল সেলের সদস্য এরশাদ মিয়া, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী, যুবনেতা টিটু আহমেদ এবং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আরাফাত ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


