নিউজ ডেস্ক ||চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন, সিপিআইএম যদি তাদের পার্টি অফিসের সামনে প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মূর্তি পুনঃস্থাপন করতে চায়, তাহলে তাতে সহায়তা করা হবে। তবে, বর্তমানে বৈদ্যনাথ মজুমদারের মূর্তির স্থানে শ্রী রামের মূর্তি প্রতিস্থাপন নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যে তিনি এই মন্তব্য করেছেন।
রায় দাবি করেছেন, ২০১৮ সালে বৈদ্যনাথ মজুমদারের মূর্তি জনরোষের কারণে ভাঙা হয়েছিল, এবং এর পিছনে বিজেপির কোনো হাত ছিল না। তিনি বলেন, “দীর্ঘ ২৫ বছরের বাম অপশাসন থেকে মুক্তি পেয়েছিল ত্রিপুরার জনগণ। এই ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও জানান, ভাঙা মূর্তির কারণে ওই এলাকায় প্রায়ই যান দুর্ঘটনা ঘটছিল। এ বিষয়ে স্থানীয়রা লিখিত অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু হঠাৎই ওই স্থানে শ্রী রামের মূর্তি স্থাপিত হয়েছে। এই মূর্তি স্থাপনের পিছনে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। তবে, তিনি স্পষ্ট করেছেন যে এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই।
রায়ের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সিপিআইএম এই প্রস্তাবে কী সাড়া দেয়, তা নিয়ে সবার দৃষ্টি এখন ত্রিপুরার রাজনীতির দিকে।