নিউজ ডেস্ক || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব মাকারিওস থার্ড’-এ ভূষিত হয়েছেন। সাইপ্রাসের রাষ্ট্রপতি মহামহিম নিকোস ক্রিস্টোডুলিদিস এই মর্যাদাপূর্ণ সম্মান প্রদান করেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, তিনি এটি ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষ থেকে গ্রহণ করছেন। তিনি সাইপ্রাসের রাষ্ট্রপতি, সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোদী এই সম্মানকে ভারত ও সাইপ্রাসের দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই সম্মান ভারতের প্রাচীন দর্শন “বসুধৈব কুটুম্বকম্” (সারা বিশ্ব একটি পরিবার)-এর আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন, যা বিশ্ব শান্তি ও অগ্রগতির জন্য ভারতের দৃষ্টিভঙ্গিকে প্রতিনিধিত্ব করে।
প্রধানমন্ত্রী আরও জানান, এই সম্মান ভারত ও সাইপ্রাসের মধ্যে অংশীদারিত্বকে আরও গভীর ও বৈচিত্র্যময় করার এক নতুন অঙ্গীকার। তিনি শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি উভয় দেশের দৃঢ় প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন। এই সম্মান ভারত-সাইপ্রাস সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সম্ভাবনাকে উন্মোচিত করবে।


