নিউজ ডেস্ক || ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজ রাজধানী আগরতলায় সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এই ইস্যুতে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মেলারমাঠস্থিত সিপিআইএম অফিসের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শকুন্তলা রোডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় মানিক সরকার অভিযোগ করেন, বিজেপি রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার “অগণতান্ত্রিক প্রক্রিয়া” চালাচ্ছে। তিনি বলেন, “বিহারের পর অন্যান্য রাজ্যেও নির্বাচনের আগে ভোটার তালিকার এই সংশোধনী প্রক্রিয়া চালানো হচ্ছে, যার মূল উদ্দেশ্য বিজেপিকে সুবিধা দেওয়া।” তিনি আরও জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লক ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। আগামী ১১ আগস্ট দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মানিক সরকার আরও অভিযোগ করেন, “গোটা দেশে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি এই কাজ চালাচ্ছে।” তিনি জনগণকে এই ইস্যুতে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দেন।