সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের পৈতৃক বাড়িতে ভাঙচুর: প্রতিবাদে ফুঁসছে বাঙালি সমাজ
নিউজ ডেস্ক || বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছে রাজ্যের সংবাদ জগতের সর্ববৃহৎ সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত এক ধিক্কার সভায় বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতির নিন্দা জানানো হয়।
অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-এর সভাপতি সানিত দেব রায় বলেন, “বাংলাদেশে নক্কারজনক পরিবেশ তৈরি হয়েছে। জাতীয় সংগীতের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরই আক্রান্ত হচ্ছেন। এটি বাঙালির গর্বে আঘাত। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার রবীন্দ্রনাথের মূর্তি ভাঙচুরের ঘটনাকে প্রত্যেক বাঙালির হৃদয় ভাঙার সমতুল্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশে মৌলবাদের এই উত্থান কোথায় গিয়ে থামবে, তা নিয়ে গভীর আশঙ্কা রয়েছে।”
বর্ষীয়ান সম্পাদক সুবল দে অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ধ্বংস করার একটি চক্রান্ত চলছে। এদিকে, অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-এর বিশিষ্ট সাংবাদিক বিশ্বেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, বাঙালির গর্বে আঘাত হানার এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির অস্তিত্ব ও চেতনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাঁর পৈতৃক বাড়িতে আঘাত বাংলাদেশের প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কাপুরুষতার পরিচয়। এই ঘটনায় গোটা বাঙালি সমাজ ক্ষোভে ফুঁসছে। বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-এর এই প্রতিবাদ সভায় আরও একবার প্রমাণিত হল, বাঙালির গর্বে আঘাত হানলে প্রতিবাদের ভাষাও রবীন্দ্রনাথের মতোই অটুট থাকে।