নিউজ ডেস্ক || রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তার পাশে অবৈধভাবে বাজার বসার ফলে ট্রাফিক ব্যবস্থার ক্ষতি ও দূষণ বৃদ্ধির সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বৃহস্পতিবার সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে টাস্ক মনিটরিং সিস্টেমের সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় রাজ্যের সব জেলার জেলাশাসকগণ ভার্চুয়ালি এবং বিভিন্ন দপ্তরের সচিব ও অধিকর্তারা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাস্তায় ভি.আই.পি. চলাচলের সময় ট্রাফিক ব্যবস্থাপনায় সাধারণ নাগরিকদের সুবিধাকে প্রাধান্য দিতে হবে। তিনি স্পষ্ট জানান, সরকারের মূল লক্ষ্য সাধারণ মানুষের সর্বোচ্চ কল্যাণ। এছাড়া, রাজ্যের জেলা ও মহকুমায় কর্মরত কর্মচারীদের সময় মতো অফিসে উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি। আগরতলা পুরনিগম এলাকায় আবর্জনা সমস্যা ও সৌন্দর্যায়ন রক্ষায় টাস্ক ফোর্সের সংখ্যা বাড়ানোর নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
সভায় গাঁজা চাষ, বিক্রি ও পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কার্যকর পদক্ষেপের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া, রাস্তার পরিকাঠামো, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, শহরের যানজট, পুলিশ, এবং ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী জনকল্যাণমূলক কাজগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরও উদ্যোগ নেওয়ার উপর জোর দেন। এছাড়া, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব হর ঘর তিরঙ্গা কর্মসূচি নিয়ে আলোচনা করেন। আগামী ১৫ আগস্ট পর্যন্ত তিনটি পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে। মুখ্যমন্ত্রী বলেন, হর ঘর তিরঙ্গা জাতীয় গর্বের প্রতীক। তিনি প্রশাসন ও রাজ্যবাসীকে এই উৎসবে সক্রিয়ভাবে অংশ নিয়ে সফল করার আহ্বান জানান। জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে নীতি-নির্দেশিকা মেনে চলার জন্যও তিনি সকলকে নির্দেশ দেন।