নিউজ ডেস্ক || বিদ্যাজোতি প্রকল্প বাতিল সহ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে মোট ১০ দফা দাবি নিয়ে শিক্ষা ভবনে ডেপুটেশনে মিলিত হয়েছে বাঙালি ছাত্র-যুব সমাজ। এদিন সংগঠনটির সচিব বিপ্লব দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তিনি জানান, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার সমস্যা ক্রমশ প্রকট হয়ে উঠছে। এর পাশাপাশি বিদ্যাজোতি প্রকল্পের আওতায় ফি বৃদ্ধির ঘটনা অব্যাহত রয়েছে, যা মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। “উচ্চশিক্ষার নামে বিদ্যালয়গুলো হাজার হাজার টাকা আদায় করছে। এটা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা ছাড়া আর কিছুই নয়,” বলেন বিপ্লব।
তাঁর অভিযোগ, রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে একতরফা ও মর্জিমাফিক সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে সাধারণ মানুষের সন্তানদের শিক্ষার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে বাঙালি ছাত্র-যুব সমাজ ১০ দফা দাবি তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে বিদ্যাজোতি প্রকল্প বাতিল, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, এবং ফি বৃদ্ধির উপর নিয়ন্ত্রণ।
বিপ্লব দাস আরও বলেন, “আমরা শিক্ষার বাণিজ্যিকীকরণ মেনে নেব না। শিক্ষা সবার জন্য সাশ্রয়ী ও সুলভ হওয়া উচিত। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ না দাবি পূরণ হয়।” সংগঠনটি শিক্ষা ভবনে তাদের দাবিপত্র জমা দিয়েছে এবং সরকারের কাছ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রত্যাশা করছে।