পহেলগাম হামলায় প্রধানমন্ত্রী মোদীর কঠোর প্রতিক্রিয়া: সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠিন শাস্তির প্রতিশ্রুতি
নিউজ ডেস্ক || জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি সন্ত্রাসবাদীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি সন্ত্রাসের প্রভুদের কোমর ভেঙে দেবে।” তিনি জোর দিয়ে বলেন, এই হামলা কেবল নিরস্ত্র পর্যটকদের উপর নয়, ভারতের বিশ্বাসের উপরও আঘাত হানার সাহস দেখিয়েছে।
প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে ঘোষণা করেন, “যারা এই হামলা চালিয়েছে এবং যারা এর ষড়যন্ত্র করেছে, তাদের কল্পনার চেয়েও বড় শাস্তি পেতে হবে। সন্ত্রাসবাদীদের অবশিষ্ট জমি ধ্বংস করার সময় এসেছে।” তিনি আরও বলেন, “বিহারের পবিত্র ভূমি থেকে আমি বিশ্বকে বলছি, ভারত প্রতিটি সন্ত্রাসবাদী ও তাদের সমর্থকদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব।”
হামলায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “এই হামলায় কেউ ছেলেকে হারিয়েছে, কেউ ভাইকে, কেউ স্ত্রীকে। তারা বাংলা, কন্নড়, মারাঠি, ওড়িয়া, গুজরাটি, বিহারের মানুষ ছিল। কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত আমাদের শোক ও ক্রোধ এক।” তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন এবং এই কঠিন সময়ে ভারতের পাশে থাকা বিশ্বের নেতা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং দেশের ঐক্যের শক্তিশালী বার্তা বহন করে। তিনি জোর দিয়ে বলেন, “সন্ত্রাসবাদ ভারতের চেতনাকে কখনও ভাঙতে পারবে না। ন্যায়বিচার নিশ্চিত হবেই।”