নিউজ ডেস্ক || সামাজিক মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগে কংগ্রেস যুব নেতা মোহাম্মদ শাহজানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন প্রদেশ বিজেপি মাইনরিটি মোর্চার সভাপতি বিল্লাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এদিন বিল্লাল মিয়া জানান, মোহাম্মদ শাহজান সামাজিক মাধ্যমে শুধু মুখ্যমন্ত্রীদের নয়, পুলিশ প্রশাসন সম্পর্কেও অবমাননাকর ও সমালোচনামূলক মন্তব্য করেছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এ ধরনের কুরুচিকর বক্তব্য জনমানসে বিভ্রান্তি ছড়াতে পারে এবং প্রশাসনিক অবমাননার সামিল।” প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, এই দাবি জানান তিনি।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে অভিযুক্ত কংগ্রেস যুব নেতার তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।