নিজস্ব প্রতিনিধি || সিপাহীজলা জেলা পুলিশের নেতৃত্বে মঙ্গলবার সর্বকালের বৃহত্তম গাঁজা ধ্বংস অভিযানে একদিনেই ধ্বংস করা হয়েছে ১২ লক্ষেরও বেশি গাঁজা গাছ। জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নির্দেশে পাঁচটি থানার সম্মিলিত বাহিনী, ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) ও কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর প্রায় ৫০০ জওয়ান এই অভিযানে অংশ নেন।
অভিযানটি সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এবং বিশালগড়, বিশ্রামগঞ্জ, কলমচৌড়া, সোনামুড়া ও মেলাঘর থানা এলাকার পাহাড়ি টিলা ও জঙ্গলে একযোগে পরিচালিত হয়। বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে তাঁর দল বিশেষ ভূমিকা পালন করে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকেই বিশাল পুলিশ বাহিনীকে টিলা-বমি অঞ্চলের দিকে অগ্রসর হতে দেখে তারা বিস্মিত হয়ে পড়েন।
জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা অভিযান শেষে সাংবাদিকদের জানান, “এ বছরের মধ্যে সিপাহীজলাকে সম্পূর্ণ গাঁজা-মুক্ত জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মঙ্গলবারের এই অভিযান তারই একটি বড় ধাপ।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের বৃহৎ অভিযান অব্যাহত থাকবে। পুলিশের দাবি, জেলার ইতিহাসে একদিনে এত বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংসের নজির এর আগে নেই।
এই অভিযানের ফলে গাঁজা চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং স্থানীয় যুবসমাজের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও কয় বড় অভিযানের পরিকল্পনা চলছে। সিপাহীজলা জেলাকে ২০২৫-এর মধ্যে গাঁজা-মুক্ত করার প্রতিশ্রিয়া যে শুধু কথার কথা নয়, মঙ্গলবারের এই মেগা অপারেশন তার জোরালো প্রমাণ দিল।


