নিউজ ডেস্ক || ত্রিপুরার সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা থামছেই না। সীমান্ত রক্ষীবাহিনীর কঠোর নজরদারি সত্ত্বেও দালালদের সহায়তায় কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি নাগরিকদের রাজ্যে প্রবেশের ঘটনা এখন নিত্যদিনের। এবার আগরতলা রেলস্টেশন থেকে এক বাংলাদেশি নাগরিক ও তাকে সহায়তাকারী এক ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রে খবর আসে যে আগরতলা রেলস্টেশন থেকে একজন বাংলাদেশি নাগরিক দালালের মাধ্যমে অন্য রাজ্যের উদ্দেশে রওনা দেবেন। এই তথ্যের ভিত্তিতে জিআরপি রেলস্টেশনে অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন দুজনকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের কথা স্বীকার করে।
ধৃত বাংলাদেশি নাগরিকের নাম শ্যামল চন্দ্র বর্মন (২৩), বাড়ি বাংলাদেশের গাইবান্ধায়। তার সঙ্গে গ্রেফতার হওয়া ভারতীয় টাউট অভিজিৎ সরকার (৩২), ত্রিপুরার তেলিয়ামুড়ার তৃষা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা আগরতলা রেলস্টেশন থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করার পরিকল্পনা করছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও দালালদের মাধ্যমে এই ধরনের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। জিআরপি ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে এবং তদন্ত চলছে। এই ঘটনা ত্রিপুরার সীমান্ত সুরক্ষা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলেছে।


