নিউজ ডেস্ক ।। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আজ দুপুর ১টা ৫০ মিনিটে ওড়িশার ২০টি জেলায় আগামী তিন ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রবিদ্যুৎসহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি করেছে। এই সময়ে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
সতর্কতায় অন্তর্ভুক্ত জেলাগুলি হল— কোরাপুট, রায়গড়া, কন্ধমাল, নবরঙ্গপুর, কালাহান্ডি, নুয়াপাড়া, বৌধ, অঙ্গুল, ধেনকানাল, বালেশ্বর, জাজপুর, কটক, খুরদা, ময়ূরভঞ্জ, কেনঝর, সুন্দরগড়, ঝাড়সুগুড়া, দেওগড়, নায়াগড় এবং গজপতি।
আবহাওয়া দফতর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কারণে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
আইএমডি’র পূর্বাভাস অনুযায়ী, এই আবহাওয়ার প্রভাবে স্থানীয় জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। তাই সকলকে নিরাপদ স্থানে থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।