নিউজ ডেস্ক || নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে ফের নজির গড়ল ত্রিপুরা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রধানমন্ত্রী কুসুম যোজনা বাস্তবায়নে শীর্ষস্থান দখল করেছে এই রাজ্য। এই অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি স্বরূপ আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর-পূর্বাঞ্চলীয় নবায়নযোগ্য শক্তি বিষয়ক আঞ্চলিক কর্মশালায় ত্রিপুরার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী রতন লাল নাথ বলেন, “উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প বাস্তবায়নে শীর্ষস্থানে উঠেছে আমাদের প্রিয় ত্রিপুরা। নবায়নযোগ্য শক্তি ব্যবহারের এই সাফল্য শুধু প্রশাসনিক অর্জন নয়— এ যেন এক সবুজ বিপ্লবের সূচনা।” তিনি আরও উল্লেখ করেন যে, এই গৌরবের পেছনে রয়েছে রাজ্যের অসংখ্য কৃষক, প্রকৌশলী এবং কর্মীদের নিরলস পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টা।
প্রধানমন্ত্রী কুসুম যোজনা কেবল সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার এক মহৌদ্যোগ। এই কৃষক-কেন্দ্রিক প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার কৃষকরা নিজেদের জমিতে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করছেন। ফলে তারা নিজেরা বিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
ত্রিপুরার এই সাফল্য নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতে সবুজ ও টেকসই ত্রিপুরা গঠনের পথে দৃঢ় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগ অন্যান্য রাজ্যগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


