নিউজ ডেস্ক || ধর্মনগর সরকারি ডিগ্রী কলেজে অপ্রীতিকর ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে শহরে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিবিপি) অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ধর্মনগর মহিলা থানার সামনে বিক্ষোভ ও পথ অবরোধের কর্মসূচিতে সামিল হয়েছে।
গতকাল কলেজ চত্বরে প্রিয়তোষ চৌধুরী নামে এক ছাত্র ও অপর এক ছাত্রী অশালীন আচরণে বসে থাকায় সাগরিকা দে ও রাখি শুক্লবৈদ্য তাদের বাধা দেন। এর জেরে প্রিয়তোষ ও ওই ছাত্রী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। পরে তারা সাগরিকা, রাখি সহ আরও কয়েকজন ছাত্র-ছাত্রীর উপর হামলা চালায়। এতে সাগরিকা দে ও রাখি শুক্লবৈদ্য গুরুতর আহত হন।
ঘটনার পর এবিবিপি’র পক্ষ থেকে ধর্মনগর মহিলা থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পুলিশ কোনো মামলা গ্রহণ বা অভিযুক্তদের গ্রেফতারে পদক্ষেপ না নেওয়ায় আজ সকালে এবিবিপি’র একটি প্রতিনিধি দল থানায় গিয়ে অভিযুক্তদের এক ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানায়। এই দাবি না মানলে তারা ধর্মনগর থানার সামনে পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে।
এই ঘটনায় ধর্মনগরে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপ ও বিষয়টির ন্যায্য তদন্তের দাবি জানিয়েছেন।