নিউজ ডেস্ক || ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য সহ দলের শীর্ষ নেতৃত্ব তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
রাজীব ভট্টাচার্য্য এদিন বলেন, “ভারত মাতার সুসন্তান, প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তাঁর চিন্তাধারা কোটি কোটি কর্মীর পথপ্রদর্শক হিসেবে আমাদের সর্বদা অনুপ্রাণিত করে।” তিনি আরও যোগ করেন, “মূল্যবোধ ও আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি চালিয়ে তিনিই প্রথম ভারতবর্ষে বিকাশ ও সুশাসনের যুগের সূচনা করেছিলেন।”
এই অনুষ্ঠানে বিজেপির নেতা-কর্মীরা অটলজির অবদান ও তাঁর দূরদর্শী নেতৃত্বের কথা স্মরণ করেন, যা ভারতের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এক অনন্য ছাপ রেখেছে।