নিউজ ডেস্ক || ত্রিপুরায় অনিয়মিত শ্রমিকদের স্বার্থে এক রাজ্য-স্তরের সম্মেলনের আয়োজন করতে চলেছে অল ত্রিপুরা অনিয়মিত শ্রমিক কংগ্রেস (ATAUWC)। শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সম্মেলনে রাজ্যের কৃষক ও শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিশদ আলোচনা হবে বলে তিনি জানান।
প্রবীর চক্রবর্তী কেন্দ্রের বাজেট নীতির তীব্র সমালোচনা করে বলেন, “২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ ক্রমাগত কমানো হয়েছে, যা কৃষকদের দুর্দশা আরও বাড়াবে। বর্তমান সরকার কৃষকদের থেকে কর্পোরেট পুঁজিপতিদের সুবিধা দিচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হলেও, নতুন যে “কালো আইন” আনা হয়েছে, তা শুধুমাত্র কর্পোরেট সংস্থাগুলিকে উপকৃত করছে। চক্রবর্তীর অভিযোগ, কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না, ফলে গ্রামীণ এলাকায় অসন্তোষ ক্রমশ বাড়ছে।
শ্রম আইনেও একাধিক পরিবর্তন আনা হয়েছে, যা শ্রমিকদের জীবনযাত্রা আরও কঠিন করে তুলেছে বলে অভিযোগ করেন চক্রবর্তী। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ATAUWC-এর এই সম্মেলনে রাজ্যের কৃষক ও শ্রমিকদের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং তাদের দাবিগুলো সামনে আনার চেষ্টা করা হবে। প্রদেশ কংগ্রেস আশাবাদী, এই সম্মেলন থেকে কার্যকর কিছু দিকনির্দেশনা উঠে আসবে, যা রাজ্যের শ্রমিক ও কৃষক সমাজের স্বার্থ রক্ষায় সহায়ক হবে।