নিউজ ডেস্ক || ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজকর্মী অনিল সরকারের ৮৭তম জন্মদিবস উপলক্ষে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। আজ আগরতলার সিটি সেন্টারের সামনে এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সমিতির শীর্ষ নেতৃত্ব এবং বিশিষ্ট সমাজকর্মীরা। উপস্থিত নেতারা অনিল সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্যে রতন ভৌমিক বলেন, “অনিল সরকার শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন মানুষের কবি। তপশিলি জাতি-উপজাতির কল্যাণে তাঁর অবদান অবিস্মরণীয়। সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সবসময় সামনের সারিতে ছিলেন।” তিনি আরও উল্লেখ করেন, “পিছিয়ে পড়া মানুষের স্বার্থে তাঁর আজীবন সংগ্রাম, সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং শিক্ষার প্রসারে তাঁর উদ্যোগ ত্রিপুরার সমাজে এক অমূল্য অবদান।”
অনিল সরকারের স্মৃতি স্মরণের মাধ্যমে নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। এই অনুষ্ঠানে তাঁর সামাজিক ও সাংস্কৃতিক অবদানের কথা উঠে আসে, যা ত্রিপুরার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।