অপটোমেট্রিক নিয়োগে দুর্নীতির ছায়া: প্রশ্নপত্রে হুবহু কপি, বানান ভুল— ত্রিপুরা যুব কংগ্রেসের তদন্ত ও পুনঃপরীক্ষার দাবি

2 Min Read
নিউজ ডেস্ক || ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে অপটোমেট্রিক পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ফের উঠেছে দুর্নীতি ও অনিয়মের গুরুতর অভিযোগ। চলতি বছরে ৮৫টি শূন্যপদের জন্য আয়োজিত এই পরীক্ষায় প্রশ্নপত্র হাতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, প্রশ্নপত্রে ২০২১ সালের একটি অনলাইন পোর্টালের প্রশ্ন হুবহু তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রশ্নপত্রে একাধিক বানান ভুল এবং তথ্যগত ত্রুটি ধরা পড়ায় পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি।
এই পরিস্থিতিতে সোমবার ত্রিপুরা যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়ে পুরো পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নপত্র প্রস্তুত প্রক্রিয়ার ওপর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। প্রমাণিত দুর্নীতির ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং পুনঃপরীক্ষা গ্রহণের দাবিও উত্থাপন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
এর আগে গত ১৭ অক্টোবর যুব কংগ্রেস স্বাস্থ্য দপ্তরে আরেকটি ডেপুটেশন দিয়ে দাবি করেছিল, ২০২৪ সালের মতো সাদা কাগজে নয়, বরং স্বচ্ছ ও নির্ভুল ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হোক। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করছে সংগঠনটি।
ত্রিপুরা যুব কংগ্রেসের নেতৃত্ব জানিয়েছে, “রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ। ২০২৪ সালে যে অনিয়ম হয়েছিল, এবারও তার পুনরাবৃত্তি ঘটেছে। আমরা চাই এই ভুয়ো পরীক্ষার দায় যারা নিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।” স্বাস্থ্য দপ্তর যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
এই ঘটনা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে ত্রিপুরার রাজনৈতিক মহলে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version