অর্ধ লক্ষাধিক শূন্যপদ, তবু সরকারের নীরবতা: জিতেন্দ্র চৌধুরীর তীব্র ক্ষোভ

নিউজ ডেস্ক || রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে অর্ধ লক্ষাধিক শূন্যপদ পড়ে থাকা সত্ত্বেও সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সরকার মরুভূমিতে জল ছিটানোর মতো কিছু চাকরির অফার দিয়ে প্রকৃত সমস্যাকে আড়াল করছে।”

চৌধুরী দাবি করেন, সিপিআইএম দপ্তরের কর্মীরা কয়েকটি সরকারি দপ্তরের তথ্য সংগ্রহ করে জানতে পেরেছেন, রাজ্যে অন্তত ৫০ হাজারেরও বেশি পদ ফাঁকা রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “সমস্ত দপ্তরের হিসেব নিলে এই সংখ্যা আরও ভয়াবহ হতে পারে।”

নিয়োগ প্রক্রিয়া নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। গ্রুপ ডি-তে পশ্চিমবঙ্গ ও আসামের বহু যুবক-যুবতীর চাকরি পাওয়ার প্রসঙ্গ তুলে চৌধুরী বলেন, “জাল পিআরটিসি ব্যবহার করে বাইরের রাজ্যের যুবকরা ত্রিপুরার চাকরি পাচ্ছে, কিন্তু সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, “মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সত্যকে ঢাকা যায় না। বেকারত্বের কারণে রাজ্যের যুবসমাজে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তারা সরকারের প্রতিশ্রুতিতে আর ভরসা রাখছে না।” বেকারত্বের এই সংকট সমাধানে সরকারের কাছে তাৎক্ষণিক পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version