নিজস্ব প্রতিনিধি || বিশালগড় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ার সূর্য্যকান্ত সাহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এবার এক অসহায় সবজি বিক্রেতা মহিলা তার কষ্টার্জিত ২৪ হাজার টাকা হারানোর অভিযোগে বিশালগড় থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, কয়েক বছর আগে বিশালগড় নিউ মার্কেটের ওই মহিলা গ্রামীণ ব্যাংকে ২৪ হাজার টাকা জমা করেছিলেন। কিন্তু অভিযোগ, ক্যাশিয়ার সূর্য্যকান্ত সাহা ওই টাকা তার ব্যাংক হিসাবে জমা না করে আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ ওই মহিলা বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় অভিযুক্ত ক্যাশিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর আগেও সূর্য্যকান্ত সাহার বিরুদ্ধে একাধিক ব্যক্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এখন সবার দৃষ্টি পুলিশের তদন্তের দিকে। পুলিশ কীভাবে এই ঘটনার কিনারা করে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়।