নিজস্ব প্রতিনিধি || অসহায় মা শাহানা বেগম তার মেয়ে নাসরিন সুলতানার জীবন রক্ষার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে হাতজোড় করে আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় এই ঘটনায় তিনি তার অভিযোগ দায়ের করেছেন। শাহানা বেগমের অভিযোগ, তার মেয়ে নাসরিন সুলতানা বিয়ের পর থেকে তার স্বামী সুমন মিয়ার হাতে প্রচণ্ড মারধর ও নির্যাতনের শিকার হয়ে আসছে।
শাহানা বেগম জানান, নাসরিনের বিয়ের পর থেকেই সুমন মিয়া তাকে নানাভাবে জ্বালাতন ও শারীরিক নির্যাতন করে আসছেন। তিন মাস আগে প্রচণ্ড মারধরের পর নাসরিনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে নাসরিন তার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। নাসরিনের বাবা ইউনুস মিয়া বিকলাঙ্গ এবং তাদের পরিবার অত্যন্ত গরিব। এর মধ্যেই নাসরিন গর্ভবতী হয়েছেন, কিন্তু তার স্বামীর পরিবার টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় আধার কার্ডসহ তার যাবতীয় কাগজপত্র আটকে রেখেছে।
এই পরিস্থিতিতে মহাবিপদে পড়েছেন শাহানা বেগম। তিনি বলেন, “আমার মেয়ের জীবন এখন বিপদের মুখে। আমি একজন অসহায় মা, আমার কিছু করার নেই। আমি মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যাতে আমার মেয়ের জীবন রক্ষা করা হয় এবং তার কাগজপত্র ফিরিয়ে দেওয়া হয়।”
শাহানা বেগমের এই আবেদনের পর বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে, এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত সুমন মিয়ার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
