অসুস্থ শিশুর জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিতার

নিউজ ডেস্ক || আড়াই মাসের অসুস্থ শিশুর জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লিটন দেবনাথ নামে এক পিতা। ঘটনাটি ঘটেছে আগরতলার রানীরাজার এলাকায়।

জানা গেছে, লিটন দেবনাথ নিজের অসুস্থ শিশুর জন্যオষুধ কিনে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, লিটন দেবনাথ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপর বাইকচালকও আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে লিটন দেবনাথের পরিবার ও রানীরাজার এলাকায়। সদ্যোজাত শিশুর জন্য ওষুধ কিনতে গিয়ে এভাবে একজন পিতার প্রাণহানির ঘটনায় শোকস্তব্ধ প্রতিবেশীরা। স্থানীয়রা জানান, লিটন ছিলেন একজন দায়িত্বশীল পিতা ও স্নেহশীল ব্যক্তি। তার এই অকাল মৃত্যু এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এই ঘটনা এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version