আইপিএফটি’র রাজ্য সম্মেলনে ভবিষ্যৎ রণকৌশল ও কর্মসূচির পর্যালোচনা

নিউজ ডেস্ক || ত্রিপুরার শহীদ ভগৎ সিং যুব আবাসে আজ (২৪ মে, ২০২৫) ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি’র প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেম কুমার রিয়াং জানান, চলতি বছরের প্রথম রাজ্য সম্মেলন আজ শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “প্রতি বছরই আমরা এই সম্মেলনের আয়োজন করে থাকি। আজকের বৈঠকে আগামী দিনে দলের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও, বিগত দিনে দলের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা করা হয়েছে।”

এই সম্মেলনের মাধ্যমে আইপিএফটি তাদের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version