বায়ুসেনার শক্তি বৃদ্ধিতে বড় পদক্ষেপ, আসছে ১০ হাজার কোটির তিন ‘আইস্টার’ বিমান
নিউজ ডেস্ক || দেশের বায়ুসেনাকে আরও শক্তিশালী ও আকাশপথে শত্রুপক্ষের প্রতিটি গতিবিধির উপর নজর রাখতে প্রতিরক্ষা মন্ত্রক গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বায়ুসেনার জন্য কেনা হচ্ছে তিনটি অত্যাধুনিক গুপ্তচর বিমান, যার পোশাকি নাম ‘ইন্টেলিজেন্স, সার্ভিল্যান্স, টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড রিকনাইসেন্স’ বা ‘আইস্টার’। এই তিনটি বিমান ক্রয়ে ব্যয় হবে প্রায় ১০ হাজার কোটি টাকা। চলতি মাসেই ডিফেন্স অ্যাকুইজিশন কমিটি (ডিএসি) এই প্রস্তাবে চূড়ান্ত ছাড়পত্র দেবে বলে সূত্রে জানা গেছে।
‘আইস্টার’ বিমানগুলি শত্রুপক্ষের ঘাঁটি, রাডার, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের অবস্থান শনাক্ত করতে সক্ষম। আকাশ থেকে নজরদারি চালিয়ে এই বিমানগুলি সেনাবাহিনীকে নির্ভুল তথ্য সরবরাহ করবে, যার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানো আরও সহজ হবে। দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-এর বিজ্ঞানীরা ইতিমধ্যে এই বিমানের সফল পরীক্ষা সম্পন্ন করেছেন।
‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এই বিমানগুলি দেশের মাটিতে তৈরি হবে। প্রতিরক্ষা মন্ত্রক শীঘ্রই এই উৎপাদনের জন্য আনুষ্ঠানিক ছাড়পত্র দেবে। এই পদক্ষেপ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার পাশাপাশি বায়ুসেনার ক্ষমতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।