নিউজ ডেস্ক || আগামী ১৭ সেপ্টেম্বর আগরতলায় পোস্টমাস্টার জেনারেল, উত্তর-পূর্ব ১ অঞ্চলের কার্যালয়ে আঞ্চলিক স্তরে বিভিন্ন ধরনের ডাক আদালত অনুষ্ঠিত হবে। এই আদালতগুলি ডাক পরিষেবা এবং বিভাগীয় কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আয়োজিত হচ্ছে।
অনুষ্ঠানের সময়সূচি নিম্নরূপ: সকাল ১১টায় শুরু হবে স্টাফ আদালত, দুপুর ১২টায় পেনশন আদালত, দুপুর ১টায় জি.ডি.এস আদালত এবং বিকেল ৩টায় ডাক আদালত। ডাক আদালত ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধান করবে, যেখানে স্টাফ, পেনশন এবং জি.ডি.এস আদালত শুধুমাত্র বিভাগীয় কর্মীদের বিষয়গুলি বিবেচনা করবে।
অভিযোগ দাখিলের জন্য লিখিত আবেদন পাঠাতে হবে পোস্টমাস্টার জেনারেল, উত্তর-পূর্ব অঞ্চল, আগরতলা – ৭৯৯০০১ ঠিকানায়। অভিযোগগুলি সাধারণ ডাক বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো যাবে। এছাড়াও, ই-মেইলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। অভিযোগে সম্পূর্ণ ঠিকানা, রেজিস্ট্রেশন রসিদ নম্বর, সঞ্চয় প্রকল্প বা ডাক জীবন বীমার ক্ষেত্রে আমানতকারী/বীমাকারীর অ্যাকাউন্ট নম্বর এবং সম্পূর্ণ বিবরণ উল্লেখ করতে হবে।
লিখিত অভিযোগ অবশ্যই আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার মধ্যে উল্লেখিত ঠিকানায় পৌঁছাতে হবে। এই সময়ের পরে প্রাপ্ত অভিযোগগুলি স্বাভাবিক চ্যানেলের মাধ্যমে সমাধান করা হবে।
এই তথ্য জানিয়েছেন পোস্টমাস্টার জেনারেল, উত্তর-পূর্ব ১ অঞ্চল কার্যালয়ের সহকারী পরিচালক। এই আদালতগুলি জনগণ ও বিভাগীয় কর্মীদের অভিযোগ দ্রুত সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।