আগরতলার দুর্গা বাড়িতে মহা অষ্টমীর উৎসবমুখর পরিবেশ, ভক্তদের ঢল

1 Min Read
নিউজ ডেস্ক || মহাষষ্ঠী ও মহাসপ্তমীর পর সর্বাধিক গুরুত্বপূর্ণ মহা অষ্টমীর দিনে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো বিশেষ পূজার্চনা, কুমারী পূজা এবং সন্ধিপুজো সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ভক্তের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠল দুর্গা বাড়ি চত্বর।
সকালের প্রথম প্রহর থেকেই দেবী দুর্গার অষ্টমী বিগ্রহে শুরু হয় মন্ত্রোচ্চারণ, চণ্ডীপাঠ এবং পুষ্পাঞ্জলি। সকাল ৮টা নাগাদ পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে ভক্তরা একযোগে ‘যা দেবী সর্বভূতেষু’ স্তোত্র পাঠ করে দেবীর চরণে ফুল অর্পণ করেন। এই আধ্যাত্মিক পরিবেশে দুর্গা বাড়ি চত্বর ভক্তিময় উৎসবের রঙে রঞ্জিত হয়ে ওঠে।
আগরতলা ও তৎসংলগ্ন এলাকা থেকে ভোর থেকেই ভক্তরা ভিড় করেন দুর্গা বাড়িতে। মহিলারা লাল-সাদা শাড়ি এবং পুরুষেরা পাঞ্জাবি-পাজামা পরে দেবীর দর্শনে আসেন। অনেকে পরিবার-পরিজন ও শিশুদের সঙ্গে নিয়ে এসে প্যান্ডেল পরিদর্শন করেন এবং ভোগ প্রসাদ গ্রহণ করেন।
দুর্গা বাড়ির এই ঐতিহ্যবাহী মহা অষ্টমীর পূজা ও উৎসব ভক্তদের মনে আধ্যাত্মিকতা ও আনন্দের এক অনন্য সংমিশ্রণ তৈরি করেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version