নিউজ ডেস্ক || রেল কর্তৃপক্ষ আগরতলা-সাব্রুম ও সাব্রুম-আগরতলা রুটে ট্রেন পরিষেবা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে, যা সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
প্রতিদিন দুপুর ১টা ৪০ মিনিটে আগরতলা থেকে সাব্রুমগামী এবং বিকেল ৪টা ২০ মিনিটে সাব্রুম থেকে আগরতলাগামী ট্রেন চলাচল করত। গত এক মাস ধরে দফায় দফায় পরিষেবা বাতিল হওয়ায় যাত্রীরা মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। নিয়মিত যাত্রীরা জানান, “প্রতিনিয়ত পরিষেবা বন্ধ হওয়ায় যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে।” রেলওয়ে ও ত্রিপুরা পরিবহন দপ্তর কোনো স্পষ্ট ব্যাখ্যা না দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। স্থানীয়রা পরিবহন দপ্তরকে ‘ভাতঘুমে’ বলে কটাক্ষ করেছেন।
যাত্রীরা দ্রুত পরিষেবা পুনরায় চালুর দাবি জানিয়েছেন। এই বাতিলকরণ ত্রিপুরার অভ্যন্তরীণ যোগাযোগে বড় প্রভাব ফেলবে, বিশেষ করে দূরবর্তী এলাকার বাসিন্দাদের জন্য। রেল কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণা পরিস্থিতির সমাধান নির্ধারণ করবে।
