আগামী প্রজন্মের ধ্বংসের ষড়যন্ত্রে বিজেপি সরকার, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর

By onlinenews tripura 1 Min Read

নিউজ ডেস্ক || বুধবার দশরথদেব স্মৃতিভবনে আয়োজিত এক বিশেষ বর্ধিত অধিবেশনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনের তীব্র সমালোচনা করেছেন পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করেছেন বিজেপি সরকার আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এদিন তিনি বলেন, “বিজেপির শাসনে দেশের যৌবনের শক্তি ধ্বংসের পথে এগিয়ে চলেছে। ত্রিপুরায় বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি-র জোট সরকার রাজ্যের যুব সমাজকে বন্ধক রাখার মতো পরিস্থিতি তৈরি করেছে। শুধু ধ্বংস করাই নয়, তারা যুবকদের নেশা ও বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।”

জিতেন্দ্র চৌধুরী আরও জানান, “সব মিলিয়ে এই সরকার আগামী প্রজন্মকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে আগামী দিনে বাম যুব সংগঠন বৃহত্তর আন্দোলনে নামবে। তারই প্রথম পদক্ষেপ হিসেবে আজ এই বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।”

এই অধিবেশনে বাম যুব সংগঠনের নেতৃত্ব রাজ্যের যুবকদের সংগঠিত করে তাদের অধিকার ও ভবিষ্যৎ রক্ষার জন্য লড়াইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। জিতেন্দ্র চৌধুরীর এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version