আমতলীতে পুলিশের জালে মাদকচক্রের দুই সদস্য, উদ্ধার বিপুল ইয়াবা

1 Min Read
নিউজ ডেস্ক || গত ৭ই আগস্ট আমতলী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় একজন অভিযুক্তকে আটকের পর জিজ্ঞাসাবাদে মাদক পাচারচক্রের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পায়। এরই সূত্র ধরে রবিবার পুনরায় অভিযান চালিয়ে মাদকচক্রের আরেক সদস্য সঞ্জয় সূত্রধরকে আটক করা হয়।
আমতলী থানার ওসি পরিতোষ দাস সংবাদমাধ্যমকে জানান, “প্রাথমিক তদন্তে আমরা একটি বড় মাদক পাচার নেটওয়ার্কের সন্ধান পেয়েছি। আটক সঞ্জয় সূত্রধরের জিজ্ঞাসাবাদে এই চক্রের আরও সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত আরও জোরদার করা হয়েছে। এই অভিযান মাদক নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version