আরএসএস-বিজেপি দেশের ইতিহাস মুছে নিজেদের মতো সাজাতে চায়: জিতেন্দ্র চৌধুরী

1 Min Read
নিউজ ডেস্ক || সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পতিছড়িতে দুষ্কৃতীদের হামলায় ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় পরিদর্শনের সময় ক্ষোভ প্রকাশ করে বিজেপি সরকার ও আরএসএস-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা শহীদ দিবসের অনুষ্ঠানে হামলা চালিয়েছে, যা দেশের ইতিহাস মুছে ফেলার একটি ষড়যন্ত্রের অংশ।
জিতেন্দ্র চৌধুরী জানান, গতকাল সিপিআই(এম) রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩৮তম বীরচন্দ্র মনু শহীদ দিবস পালন করেছে। পতিছড়িতে এই উপলক্ষে আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা হামলা চালায় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, “১৯৮৮ সালে জোট সরকারের আমলে ফ্যাসিস্ট সন্ত্রাসে ১৩ জন শহীদ প্রাণ হারিয়েছিলেন। তখন রাজ্যে বিজেপির অস্তিত্ব ছিল না। তাহলে আজ কেন শহীদ দিবসে হামলা হলো? এর পেছনে উদ্দেশ্য কী?”
চৌধুরী আরও অভিযোগ করেন, আরএসএস পরিচালিত বিজেপি সরকার দেশের ইতিহাস বিকৃত করতে চায়। তিনি বলেন, “ওরা বর্বর। ইতিহাস মুছে দিয়ে নিজেদের মতো করে দেশের অতীত সাজাতে চাইছে।” তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারের এই প্রচেষ্টার তীব্র নিন্দা করেন এবং এর বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এই ঘটনায় সিপিআই(এম) রাজ্যজুড়ে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করছে। পতিছড়ির ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version