আরবান কমিউনিটি হেলথ সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপনে মুখ্যমন্ত্রী

By onlinenews tripura 2 Min Read

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে

আগরতলা || নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার নতুন নতুন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আজ আগরতলার জ্যাকশন গেইট সংলগ্নে ২.৩১২ বর্গ মিটার পরিসরে ৫০ শয্যাবিশিষ্ট আরবান কমিউনিটি হেলথ সেন্টারের (আগরতলা সিভিল হাসপাতাল) ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালটির কাজ আগামী ৬ মাসের মধ্যে শেষ হবে। এর দেখাশোনার দায়িত্বে রয়েছে আগরতলা পুরনিগম। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এই হাসপাতালে শহরের সাধারণ নাগরিক, ব্যবসায়ী, শহরতলী এবং দূরদুরান্ত থেকে বিভিন্ন কাজে আগরতলায় আগত মানুষজন, শ্রমিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন। এরফলে নিকটবর্তী আইজিএম হাসপাতালে রোগীর চাপ অনেকটাই কমবে। তিনি আরও বলেন, দেশের অন্যান্য বড় শহর বিশেষ করে মুম্বাইতে পুরনিগম পরিচালিত এই ধরণের হাসপাতাল রয়েছে। তাই আগরতলায়ও পুরনিগম পরিচালিত হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই হাসপাতালে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওপিডি পরিষেবা থাকবে। মেডিসিন, প্রসূতি, দন্ত ইত্যাদি বিভাগগুলির পরিষেবা গ্রহণের সুবিধা থাকবে। এই হাসপাতালকে কেন্দ্র করে জ্যাকশন গেইট এলাকায় কর্মসংস্থানের সুযোগ যেমন সৃষ্টি হবে তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাজোর বর্তমান সরকারও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কাজ করে চলেছে। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর, রোগী কল্যাণ সমিতি এবং রোটারী ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় জিবি হাসপাতালে রোগীর পরিজনদের জন্য প্রতিদিন ১০ টাকার বিনিময়ে দুপুরের খাবার চালু করা হয়েছে। চিকিৎসার জন্য দূরদুরান্ত থেকে আগরতলায় আগত রোগীর পরিজনরা যাতে স্বল্প খরচে রাত্রিযাপন এবং খাবার খেতে পারে তার জন্য এবারের বাজেটে ভারতমাতা ক্যান্টিন ও নাইট শেল্টার স্থাপনের সংস্থান রাখা হয়েছে। আজকের অনুষ্ঠানে এছাড়াও ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিতো, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version