আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদের শনাক্তকরণে নিরলস প্রচেষ্টা

2 Min Read

আহমেদাবাদে ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, চলছে ডিএনএ শনাক্তকরণ

নিউজ ডেস্ক || গত ১২ জুন আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি উড্ডয়নের মাত্র দুই মিনিটের মধ্যে মেঘানি নগর এলাকায় একটি মেডিকেল কলেজ হোস্টেলের উপর ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু-সহ মোট ২৪১ জনের মৃত্যু হয়েছে। মাটিতে থাকা বেশ কিছু সাধারণ মানুষেরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনায় নিহতদের অধিকাংশের দেহ এতটাই ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে যে শনাক্তকরণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে গুজরাটের ৩৬ জন ফরেনসিক বিশেষজ্ঞ ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদের শনাক্ত করার জন্য দিনরাত কাজ করে চলেছেন। গান্ধীনগরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-এ এই কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, “ফরেনসিক টিম গত দুই রাত ধরে নিরলসভাবে কাজ করছে, যাতে মৃতদের দেহ সঠিকভাবে শনাক্ত করে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া যায়।” কেন্দ্রীয় সরকারও এই কাজে সহায়তার জন্য অতিরিক্ত ফরেনসিক বিশেষজ্ঞদের পাঠিয়েছে।

ফরেনসিক টিম পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মৃতদের আত্মীয়দের দেওয়া নমুনার সঙ্গে ডিএনএ মিলিয়ে শনাক্তকরণ প্রক্রিয়া চালাচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মৃতদের পরিবারের সদস্যদের অপেক্ষা করতে হবে।

এদিকে, এই দুর্ঘটনায় গুজরাটের রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ছেলে ঋষভ রূপানি আমেরিকা থেকে গান্ধীনগরে ফিরেছেন, এবং তাঁর স্ত্রী অঞ্জলি রূপানি লন্ডন থেকে চার্টার্ড বিমানে ফিরেছেন। বিজেপির শীর্ষ নেতারা, যার মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল ও কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রূপালা, রূপানি পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁদের বাসভবনে পৌঁছেছেন। প্রয়াত নেতার শেষকৃত্য রাজকোটে সম্পন্ন হবে বলে জানা গেছে।

গুজরাটজুড়ে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া। ডিএনএ শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত নিহতদের পরিবারের জন্য অপেক্ষা ও শোকের মুহূর্ত অব্যাহত থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version