আবারও জেলা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় উঠছে বড় প্রশ্ন
নিউজ ডেস্ক || গন্ডাছড়া মহকুমার দুই মাসের এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ফের বিতর্ক ছড়াল ধলাই জেলা হাসপাতালে। চার দিন আগে শারীরিক জটিলতার কারণে গন্ডাছড়া হাসপাতাল থেকে নবজাতকটিকে কুলাইয়ের ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে শিশু বিশেষজ্ঞ ডা. পবন দেববর্মার তত্ত্বাবধানে চলছিল চিকিৎসা।
পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরে দায়িত্বপ্রাপ্ত নার্স নবজাতককে পরপর দুটি ইনজেকশন পুশ করার পরই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ইনজেকশন নেওয়ার মুহূর্ত থেকেই অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় বলে দাবি করেন শিশুটির পরিবার। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় নবজাতকের।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ ওই অভিযোগ অস্বীকার করে জানায়—শিশুটির মৃত্যুর পেছনে ইনজেকশন নয়, বরং তার আগের শারীরিক জটিলতাগুলিই দায়ী হতে পারে। চিকিৎসকের মত, নবজাতকটি আগে থেকেই অতিমাত্রায় সংকটজনক অবস্থায় ছিল।
ঘটনার জেরে গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা এবং হাসপাতালের পরিষেবা মান নিয়ে ফের প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্বাধীন তদন্তের দাবি তুলেছে শিশুটির পরিবারও।
