ইন্দিরা গান্ধীর স্মরণে ৪১তম এডিসি দিবসে প্রদেশ কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, বিজেপি সরকারের বিরুদ্ধে কটাক্ষ

2 Min Read
নিউজ ডেস্ক || যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে ৪১তম এডিসি দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।
অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর অবদানের কথা স্মরণ করে আশিস সাহা বলেন, তাঁর ঐতিহাসিক সিদ্ধান্তের ফলেই ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের চারটি রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ গঠন সম্ভব হয়েছিল। তিনি জানান, ১৯৮৪ সালের ২৩ আগস্ট ইন্দিরা গান্ধী সংসদে সংবিধান সংশোধন করে ষষ্ঠ তপশিলি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করেন, যার ফলে ত্রিপুরা ট্রাইবল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর মতো সংস্থা গঠিত হয়। তিনি বলেন, “এই দিনটি উত্তর-পূর্ব ভারতের তপশিলি জনগোষ্ঠীর কাছে ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। আমরা প্রতিবছর এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”
বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে সাহা বলেন, “রাজ্য ও কেন্দ্রে বিজেপি সরকার অগণতান্ত্রিক শাসন কায়েম করেছে। এডিসি-র ক্ষমতা বৃদ্ধির জন্য ১২৫তম সংবিধান সংশোধনী বিল আনার কথা থাকলেও গত সাড়ে নয় বছরে বিজেপি তা সংসদে উত্থাপন করেনি।” তিনি ঘোষণা করেন, এই বিল পাসের দাবিতে কংগ্রেস ভবিষ্যতে দিল্লিতে আন্দোলন শুরু করবে এবং জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলনকে আরও বৃহৎ করবে।
অনুষ্ঠানে উপস্থিত এক কংগ্রেস নেতা বলেন, “আদিবাসী সমাজের সাংবিধানিক অধিকার রক্ষায় কংগ্রেস সবসময় তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এডিসি-র ক্ষমতা বৃদ্ধির প্রশ্নে আমরা কোনো আপস করব না।” অনুষ্ঠানের সমাপ্তিতে দলীয় কার্যালয়ে সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এই উদযাপনের মধ্য দিয়ে প্রদেশ কংগ্রেস তাদের গণতান্ত্রিক অঙ্গীকার এবং আদিবাসী সমাজের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version