নিউজ ডেস্ক || উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে রবিবার একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে দক্ষিণ ওড়িশার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোরাপুট, মালকানগিরি, নবরংপুর, কালাহান্ডি, কন্ধমাল জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া রায়গাড়া, গজপতি, বালাঙ্গীর, নুয়াপাড়া সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি হয়েছে।
এদিকে, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপাড়া, কটক, জগৎসিংহপুর, পুরী, খুর্দা, নায়াগড়, গঞ্জাম, সুন্দরগড়, ঝাড়সুগুড়া, বরগড়, সংবলপুর, দেওগড়, অনুগুল, ধেনকানাল, কেওনঝড়, ময়ূরভঞ্জ, সুবর্ণপুর এবং বৌধ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় অপ্রয়োজনীয়ভাবে ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে বলেছে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্যও জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই আবহাওয়া পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকায় বন্যা, জলাবদ্ধতা এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে।
