নিউজ ডেস্ক || মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি কনরাড কে সাংমা মঙ্গলবার ত্রিপুরার স্বামী বিবেকানন্দ ময়দানে তিপরা মথা আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মধ্যে ঐক্যের উপর জোর দেন। নাম না করে কেন্দ্রীয় সরকারের ‘বিভাজনের রাজনীতি’র তীব্র সমালোচনা করে তিনি বলেন, জনজাতিদের আলাদা করে রাখার কৌশলই আজ অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
কনরাড সাংমা বলেন, “আমাদের পূর্বপুরুষরা সাহসের সঙ্গে লড়াই করেছিলেন বলেই আমরা নিজেদের পরিচয় ধরে রাখতে পেরেছি। কিন্তু আজ সবচেয়ে বড় সমস্যা বিভাজন। পৃথকভাবে কাজ করলে আমাদের কণ্ঠস্বর নির্বাক হয়ে যায়।” তিনি ‘ওয়ান নর্থ ইস্ট’ উদ্যোগকে উত্তর-পূর্বের সমস্ত জনজাতি ও সম্প্রদায়ের একক প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, “এই লড়াই কারও বিরুদ্ধে নয়, এটা শুধু ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা।”
নাম না করে কেন্দ্রকে আক্রমণ করে তিনি আরও বলেন, “বিভাজনের রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেই জনজাতিদের শক্তি দুর্বল করা হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দূরত্ব তৈরি করা হয়েছে। আমাদের একতাই সবচেয়ে বড় শক্তি।”
মহাসমাবেশে তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণসহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কনরাড আশা প্রকাশ করেন, ‘ওয়ান নর্থ ইস্ট’ মঞ্চ আগামী দিনে অঞ্চলের উন্নয়ন ও জনজাতিদের সামগ্রিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সমাবেশকে উত্তর-পূর্বের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে এই প্ল্যাটফর্ম কেন্দ্রের নীতি ও বাজেট বরাদ্দে কতটা প্রভাবিত করতে পারে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
