উদয়পুরে সিপিআইএমের মিছিল: ওয়াকফ আইন বাতিল ও দ্রব্যমূল্য হ্রাসের দাবি

2 Min Read

নিউজ ডেস্ক || নয়া ওয়াকফ আইন বাতিল, রান্নার গ্যাস, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে আজ উদয়পুর মহকুমায় সিপিআইএমের ডাকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামতলা থেকে শুরু হওয়া এই মিছিল সেন্ট্রাল রোড, পুরাতন মোটরস্ট্যান্ড, মহাদেব দিঘির পাড়, নিউ টাউন রোড ও থানা কর্নার হয়ে পুনরায় জামতলায় ফিরে এসে শেষ হয়।

মিছিলে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক জানান, কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন চলছে। এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে, এবং আদালতের স্থগিতাদেশের ফলে সরকার কিছুটা পিছু হটেছে। তিনি বলেন, “এই আইন বাতিলের দাবিতে সিপিআইএম ও বামপন্থী সংগঠনগুলো সারা দেশে আন্দোলনের মাধ্যমে কেন্দ্রকে বার্তা দিচ্ছে। ভারত সকল ধর্মের মানুষের সমান অধিকারের দেশ। সংবিধান সবাইকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার দিয়েছে, কিন্তু এই আইনের মাধ্যমে একটি জাতিগোষ্ঠীর অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে, যা সংবিধানবিরোধী।”

রতন ভৌমিক আরও বলেন, “ওয়াকফ আইন বাতিলের পাশাপাশি গ্যাস, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জন্য কেন্দ্রীয় সরকারকে বাধ্য করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।” মিছিলে সিপিআইএম গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ ও ওয়াজউদ্দিন আহমেদও বক্তব্য রাখেন।

এই মিছিলে স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সিপিআইএমের এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version