নিউজ ডেস্ক || আজ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, পাপিয়া দত্ত সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ও কার্যকর্তারা।
অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য্য বলেন, “সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে বিজেপি সরকার এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।” তিনি আরও উল্লেখ করেন, এই দিনটি আমাদের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ মুহূর্ত।
অনুষ্ঠানে উপস্থিত সকলে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই উদযাপনের মধ্য দিয়ে রাজ্যের বিজেপি কার্যকর্তারা দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন।