আগরতলায় জেনারেটিভ এআই কর্মশালার সফল সমাপ্তি
আইটি ভবনে অর্থ ও পরিসংখ্যান অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী কর্মশালা ‘জেনারেটিভ এআই ফর ইমপ্যাক্ট: স্মার্ট টুলস ফর স্মার্টার গভর্নেস’ আজ সফলভাবে সমাপ্ত হয়েছে। এই কর্মশালায় অর্থ ও পরিসংখ্যান অধিদপ্তরের ৬০ জনেরও বেশি কর্মকর্তা এবং কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও কর্মসূচী বাস্তবায়ন মন্ত্রকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বলেন, “এআই-এর মাধ্যমে সরকারী প্রতিষ্ঠানের কাজ আরও সহজ ও দক্ষ হবে। পরিসংখ্যানের ক্ষেত্রে জেনারেটিভ এআই-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জানান, ভবিষ্যতে সরকারী প্রতিটি ক্ষেত্রে এআই-এর ব্যবহার নিশ্চিত করতে হবে। মন্ত্রী প্রশিক্ষকদের ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেন।
কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগের ডিরেক্টর জেনারেল এন কে সন্তোষী বলেন, “ত্রিপুরা ছোট রাজ্য হলেও প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগামী। এআই-এর ব্যবহার সর্বক্ষেত্রে কাজকে আরও সহজ করবে।” তিনি প্রত্যেককে এআই-এর ব্যবহার শিখে নিজ নিজ কাজে প্রয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পরিকল্পনা (পরিসংখ্যান) দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা, অধিকর্তা ডি রিয়াং সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এই কর্মশালা ত্রিপুরার সরকারী কাজে এআই প্রযুক্তির প্রয়োগে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।